মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় সিরাজ খান ভিটা মিনি নাইট টুর্নামেন্ট ২০২৬ইং সিজন – ২ এর উদ্বোধন করা হয়েছে।
পৌর সভার ৩নং ওয়ার্ডের খান ভিটার একটি মাঠে বৃহস্পতিবার সন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
এসয় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য এস.এম নুরুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, পৌর মহিলাদলের সভাপতি গোলাপি আক্তার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাতেম খান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।