স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময়
এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম তারেক হাসান (৫২)।
এসময় তার বহনকৃত ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ব্যানার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।
এ সময় তাকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ ডিএমপির ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যানারে লেখা ছিল— ‘নাম পরিবর্তন, বঙ্গ অস্তিত্ব যাদুঘর। এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঘোষণায় মোল্লা তারু।
গ্রেপ্তার তারেক হাসান গোপালগঞ্জ জেলার সদর থানার আড়পাড়া এলাকার মৃত আমজাদ হোসেন মোল্লার পুত্র । তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার সিয়াছড় এলাকায় থাকেন।
শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে