স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী দলের (বিএনপি)র
চেয়ারম্যান তারেক রহমান সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের “নির্বাচনী প্রচার ও জনসংযোগ” শুরু করবেন ।
আজ শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি, ২০২৬ বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন তিনি।
মিডিয়া সেল আরো জানায়, বিমানে সিলেটে গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৬ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, ২০