মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর খাঁ পাড়ায় ১৬ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম আশা (১৬)। তিনি ওই এলাকার আয়ুব আলী খাঁ’র ছেলে রিয়াদ খাঁ’র স্ত্রী।
তালা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ৯ (জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আশাকে তার স্বামী রিয়াদ খাঁ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার সময়ই কর্তব্যরতরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পরপরই আশার স্বামী রিয়াদ খাঁ হাসপাতাল ত্যাগ করেন এবং এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ,আশার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি,এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা সুষ্ঠু তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে স্বামীর রহস্য জনক উধাও হওয়া ঘটনায় সন্দেহ আরও জোরালো হয়েছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে ব