কাজী আশরাফুল আলম
টঙ্গী, গাজীপুর
টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন সরকার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সালাহউদ্দিন সরকার নিজেই। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি সরকারসহ গাজীপুর-২ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন হাসান উদ্দিন সরকার।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।