নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্টাফ রিপোর্টার : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই মন্তব্য করে জাতীয়তাবাদী দলের (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার অবৈধ ও লুটপাট হওয়া অস্ত্র উদ্ধারও করতে পারেনি। এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের চরম ব্যর্থতা। এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই।
আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির মহাসচিব নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্যও করে
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। শিগগিরই এ অবস্থার উন্নতি প্রত্যাশা করে বিএনপি।
আমরা আশাবাদী নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট।
এ দেশের সব ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে। তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেত (তিনি) বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে। দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।
বিএনপির মহাসচিব বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা (বিএনপি) অঙ্গীকারাবদ্ধ। আশা করি ভারতের সঙ্গে মিউচ্যুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।