স্টাফ রিপোর্টার : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৩১) বছর। এরিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী সাংবাদিকদের জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এরপর এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশেই ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে তার। পরে কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেননি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এবিষয়টি ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশকে জানানো হ