স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী দল বিএনপি’র সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এই সভা শুরু হবে।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
এছাড়া শোকসভায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট উপদেষ্টা কিংবা প্রতিনিধিরা। এছাড়া রাজনীতিক, সাংবাদিক, বিশিষ্টজনেরাও অংশ নেবেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর, ২০২৫ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।