ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে সোমবার সন্ধায় ময়মনসিংহের ভালুকার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জামিরদিয়া ডোবালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্বাধীনতা – সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। এছাড়াও এসময় ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও ৫নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।