স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে বিদেশি মদ- বিয়ারসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তরাকৃতরা হলেন—মো. শফিউল্লাহ হাওলাদার (২৫) ও মো. দুলাল হাওলাদার (৩০)।
অভিযানকালে তাদের নিকট থেকে ৮৪ বোতল বিদেশি মদ ও ২০ কেস বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে ।
গতকাল সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের একটি বাসার নিচতলায় বিক্রয়ের উদ্দেশে অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে মোট ৮৪ বোতল বিদেশি মদ ও ২০ কেস বিয়ার উদ্ধার করা হয়। এ সময় শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মামলার আসামিদেরকে (তাদের) আদালতে প্রেরণ করা হয়েছে।