স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সদলবলে আসেন সংসদীয় ঢাকা–৮ আসনের জাতীয়তাবাদী দলের (বিএনপি)র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত গভর্নর ভবনে প্রবেশ করেন।
এ সময় তার সঙ্গে প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন । তারা নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে ভবনের নিচতলায় প্রবেশ করেন। পরে চারজনের একটি ছোট দল নিয়ে ভেতরে প্রবেশ করেন মির্জা আব্বাস।
এসময় বাংলাদেশ ব্যাংকের ভেতরে গভর্নর ভবনের মূল ফটকের সামনে (সোনালী গেট) অনেক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।
ভেতরে ঢোকার পর মির্জা আব্বাস প্রথমে গভর্নর ভবনের (তৃতীয় তলায়) কিছু সময় অবস্থান করেন। প্রায় আধা ঘণ্টা পর, বের হয়ে বাংলাদেশ ব্যাংকের (৩০ তলা) ভবনে যান। তখনও তার সঙ্গে অনেক নেতাকর্মী ছিলেন। সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মীদেরও দেখা যায়।
তবে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদলবলে
কী কারণে বাংলাদেশ ব্যাংকে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার সঙ্গে থাকা একজন ব্যক্তি গণমাধ্যমকে জানান, এটি ছিল নিয়মিত ব্যাংকসংক্রান্ত কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে এভাবে দলবল নিয়ে আসার ঘটনা আগে দেখা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, তিনি কেন এসেছেন তা এখনো জানা যায়নি। তবে প্রয়োজনে যে কেউই বাংলাদেশ ব্যাংকে আসতে পারেন। কিন্তু এভাবে অনেক লোক নিয়ে আসাটা ঠিক হয়নি।
উল্লেখ যে, দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সংসদীয় ঢাকা–৮ আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি)র মনোনীত ধানের শীষের প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। তিনি আগে চারবার সংসদ সদস্য ছিলেন এবং একসময় ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও পালন করেছেন।