বরিশাল জেলায় জুলাই রেভুলোশনারি সদ্য আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ও বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি শ্রমিক উইং এর যুগ্ম সমন্বয়কারী পদে কমিটির আত্মপ্রকাশ পায়। মোঃ ওমর ফারুক তমাল একজন সমাজসেবক, ছাত্রনেতা, সাহসী কন্ঠ, জুলাই যোদ্ধা।
এই বিষয় নিয়ে মোঃ ওমর ফারুক তমালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেনঃ
পদ পদবির জন্য সুবিধার জন্য আসি নাই দেশকে ভালোবাসি দেশের জন্য মরতে রাজি, তিনি আরো বলে দেশকে স্বৈরাচারী, চাঁদাবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত গড়ার লক্ষ্যে সর্বদা রাজ পথে থাকবো আমরা। স্বৈরাচারদের ও চাঁদাবাজদের উদ্দেশ্য বলেন আমরা বন্দুকের সামনে থেকে আসা জুলাই যোদ্ধা আমাদের ভয় দেখাতে আসবেন না। তিনি বরিশাল জেলার সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেষ নিশ্বাস পর্যন্ত রাজ পথে লড়বে।