রাজধানী খিলক্ষেতে চাঁদাবাজি করার সময়ে ৯৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন বাবু ও তার সহযোগী সাইফুলকে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।
দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় ১২ই জুলাই শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিকুঞ্জ-২-এর ১৭ নম্বর রোডে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল হোসেন বাবু (৩২) ও শেখ সাইফুল (৩১) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ উদ্ধার করা হয়।
মোঃ ইসমাইল হোসেন বাবু বর্তমানে খিলক্ষেত থানার ৯৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগী সাইফুল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী চরমভাবে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়ে।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সেনাবাহিনীর এমন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপে তারা স্বস্তি ফিরে পেয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃতদের পরবর্তিতে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-০৮।সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।