1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সাকিবদের ৮১ রানে গুঁড়িয়ে বড় জয় পেলেন মঈনরা।

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫১ Time View

গ্লোবাল সুপার লিগে, নিজের প্রথম ম্যাচে অতিমানবীয় পারফরম্যান্সের পর টানা দুই ম্যাচে ব্যর্থ সাকিব আল-হাসান। বোলিংয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে করেন মাত্র ৪ রান। তার নিষ্প্রভ দিনে জয় পেল না দুবাই ক্যাপিটালসও।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ১৩৯ রানের লক্ষ্যে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় দুবাই। ৫৭ রানে হেরে ব্যর্থতার বৃত্তেই রইলেন সাকিবরা। আগের ম্যাচে দলটি হেরেছিল হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে দুবাই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।

আজ সোমবার সকালের এই ম্যাচে বল হাতে অবশ্য মিতব্যয়ীই ছিলেন সাকিব। ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২১ রান। তার দলের সেরা বোলার কলিম সানা। ৪ উইকেট নিয়ে গায়ানাকে আটকে রাখেণ ১৩৮ রানের মধ্যেই। ৩৮ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন, ইংলিশ তারকা মঈন আলী। যদিও ১২ রানে ৪ উইকেট নিয়ে দাবিদার ছিলেন, অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরও।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সেদিকুল্লাহ আতাল, নিরোশান দিকভেলা ও কাইস আহমেদ ছাড়া, দুবাইয়ের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। ৫ বলে ৪ রান করে মঈনের বলে বোল্ড হয়েছেন সাকিব। ৪ ওভারের কোটা পূরণ করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। পরে বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বল হাতে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে আউট হয়ে যান মাত্র ৭ রান করে। আজও সেই ব্যর্থতার ধারা অব্যাহত রইল সাকিবের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD