1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সাওরাকাঠি নব আদর্শ গার্লস স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: “এ+” অর্জনকারী সুফিয়ার সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবকরা

ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৪ Time View

ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ গার্লস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মাননা জানানো হয়।

সভাপতিত্ব করেন : বিদ্যালয়ের সভাপতি ও উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ।
সঞ্চালনায়: প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বড়াল।

প্রধান অতিথি: রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল।
বিশেষ অতিথি : বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি এমদাদুল হক সুমন, গাভারামচন্দ্রপুর ইউপি সদস্য মো: মাইনুদ্দিন রমিজ প্রমুখ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সুফিয়া “এ+” পেয়ে পরীক্ষা কেন্দ্রে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। তার এই সাফল্যে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। অনুষ্ঠানে সুফিয়ার পক্ষে তার পিতা-মাতা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।

সুফিয়ার বাবা মো: সাগর খান বলেন,
“আজ আমি অত্যন্ত গর্বিত। আমার মেয়ের এই সাফল্য আমাকে এমন আনন্দ দিয়েছে যা লাখ টাকা দিলেও পাওয়া যেত না। আমি স্কুলের শিক্ষক, কর্মচারী এবং এডহক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

বক্তারা বলেন, “গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও মানসম্মত শিক্ষা সম্ভব। সুফিয়ার সাফল্য তারই প্রমাণ। নিয়মিত পড়াশোনা ও রুটিন মেনে চললে যে কোনো শিক্ষার্থীই এ ধরনের ফলাফল করতে পারে।”
প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সন্তানের উত্তম ভবিষ্যতের জন্য কুরআন-হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করা হয়, যেমন: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (হে আমার রব, আমাকে সৎ সন্তান দান করুন) । رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ (হে আল্লাহ, আমাকে ও আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানাও) ।

এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD