স্টাফ রিপোর্টার- কামরুল হাসান
৫ই আগস্টের পর রাজধানীর খিলক্ষেত এলাকায় বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, দলের পরিচয় ভাঙিয়ে একটি মহল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অথবা বিএনপি–সমর্থিত সংগঠনের কর্মী পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। তারা দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহারে অপরাধ, অপকর্মে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়ে গেছে এবং কার্যক্রম হয়েছে আরো প্রকাশ্য ও বেপরোয়া। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
• স্থানীয় ব্যবসায়ীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি
• দলীয় পরিচয় দেখিয়ে ভয়ভীতি ও প্রভাব বিস্তার
• এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখল ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা
• রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কর্তৃত্ববাদী আচরণ
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় আড্ডায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করেন, বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড দলটির আদর্শ, আন্দোলনের লক্ষ্য ও সাংগঠনিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
একজন প্রবীণ ব্যবসায়ী বলেন,
“রাজনৈতিক পরিচয় দেখিয়ে হয়রানি বরদাশত করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ এলাকায় অশান্তি সৃষ্টি করতে পারবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, নাগরিক অধিকার ও ন্যায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত। সেখানে দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো দলটির জন্য নেতিবাচক বার্তা তৈরি করে। কেউ দলের নাম ব্যবহার করে অপরাধে যুক্ত হলে তা দলীয় শৃঙ্খলারও লঙ্ঘন।
থানায় দু’একটি অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট কোনো অঙ্গসংগঠনের আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি—অন্যথায় পরিস্থিতি আরো জটিল হতে পারে।