1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সাভারে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ শওকত রাশেদ মামুন –মামুন–সাদেক গংয়ের তাণ্ডব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩১০ Time View


‎আদালতের নিষেধাজ্ঞা ভেঙে মালিকানাধীন জমি দখলের অভিযোগ

‎ক্রাইম অনুসন্ধানী রিপোর্টারঃ
‎ঢাকার সাভার উপজেলার সাধাপুর এলাকায় মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বাউন্ডারি দেয়াল তুলে জমি দখলের চেষ্টা চালাচ্ছে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ মাসুম হাওলাদার, শওকত রাশেদ মামুম, সাদেক মিয়া, নাসিরুল হক, দেলোয়ার হাওলাদার ও আজিজুল হক গং —এমন অভিযোগ করেছেন প্রকৃত মালিক ইব্রাহিম হোসেন।

‎ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানান, তিনি প্রায় ৩৬ বছর ধরে সাধাপুর মৌজার আরএস খতিয়ান নং ৭৪৩-এর দাগ নং ৪৩০ ও ৪৪৪ মিলিয়ে মোট ০.২০ একর জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। পূর্ববর্তী মালিকের কাছ থেকে ১৯৮২ সালে সাফকবলা দলিলের মাধ্যমে জমিটির মালিকানা পান তিনি। সেই থেকে জমিতে মেহগনি সহ বিভিন্ন গাছ রোপণ করে বাগান তৈরি করেছিলেন।

‎হুমকি–ধমকি থেকে শুরু দখলচেষ্টাঃ
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ভূমিদস্যু মাসুদ হাওলাদার গং জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে এবং মালিককে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে।
‎গত ৫ জুন ২০২৩ রাত সাড়ে ৯টার দিকে বিবাদীরা দলবল নিয়ে মালিকানাধীন জমিতে প্রবেশের হুমকি দেয়। পরদিন ইব্রাহিম হোসেন সাভার থানায় ৩১ ধারায় সাধারণ ডায়েরি (নং ৫০৬) দায়ের করেন।

‎মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগঃ
‎এরপর ১৮ আগস্ট ২০২৩ বিকেল ৪টার দিকে শওকত রাশেদ মামুন, সাদেক মিয়া ও তাদের সহযোগীরা অস্ত্র-সস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে মালিকের রোপণ করা মূল্যবান মেহগনি গাছ কাটে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন বাদী। বাধা দিতে গেলে তাকে অশালীন ভাষায় গালাগাল ও হামলার হুমকির মুখে পড়তে হয়।
‎আদালতের নিষেধাজ্ঞা জারি—তারপরও দখলচক্রের তাণ্ডবঃ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদী ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা (নং ৩০৮/২০২৩) দায়ের করলে আদালত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
‎কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশ অমান্য করে ভূমিদস্যু চক্র রাতের অন্ধকারে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে।
‎অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে টালবাহানাঃ
‎এ বিষয়ে মন্তব্য জানতে শওকত রাশেদ মামুন ও সাদেক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন এবং সরাসরি দেখা এড়িয়ে যান।
‎অন্যদিকে, বায়না সূত্রে জমির মালিকানা দাবি করে মাসুদ হাওলাদার বলেন, “আমি এমদাদুল হকের কাছ থেকে বায়না করেছি।”
‎নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারঃ
‎জমির মালিক ইব্রাহিম হোসেন জানান, দখলচক্রের লাগাতার হুমকি-ধমকিতে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দখলচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD