মোঃ মুজাহিদুল ইসলামঃ
১৮ ই নভেম্বর মঙ্গলবার বিকালে টঙ্গী বাজারে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ শেখ হাসিনার মামলার রায়ে ফাঁসির আদেশ দেওয়ার এলাকায় মিষ্টি বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম কিরন এর নেতৃত্বে এবং ৫৭ নং ওয়ার্ড বিএনপির মাজার ইউনিটের নেতা মোঃ শাহবুদ্দিন এর পরিচালনায় মিষ্টি বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ৫৭নং ওয়ার্ডের টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড, মধুমিতা, আনারকলি রোড হয়ে সেনা কল্যাণ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে হাজার খানেক নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রাশেদুল ইসলাম কিরন বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের কৃত মামলায় আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালত তাঁর মৃত্যু দন্ডের রায় দেন। তিনি আরো বলেন এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের সকল কর্মসূচিকে প্রতিহত করা হবে। তারা যদি টঙ্গীর রাস্তায় একটি গাড়ী পোড়ানো হয় তাহলে তাদের কে ঘর থেকে ধরে এনে গণ পিটানি দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, মহাসড়কসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিহত করা হবে। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আঃ রহিম কালা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক বিক্রম,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম লিটু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পাভেল, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানী, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সাজ্জাদ, ৫৭ নং ওয়ার্ড যুবদলের সহ সম্পাদক মোঃ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড মাজার ইউনিট বিএনপির সুনীল,খোকন, মিন্টু, নুরু মিয়া, আলকাছ, ফিরোজ,জিয়া, নজু, রাজু, নজরুল, সাবিজল,রুবেল,শাহীন,মামুন, শাহ আলম, চঞ্চল প্রমুখ।