চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে এবার আফগানিস্তান দলেও ইনজুরি হানা দিয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন দলটির স্পিনার মােহাম্মদ গাজানফার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাঙ্গেয়ালিয়া খারোটেকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। সেখানে ইনজুরির কারণে তাকে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। চোটের কারণে তাদের স্পিনার মুজিব উর রহমান আগেই ছিটকে গেছেন। তবে অ্যাঙ্কেলের চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার ইব্রাহীম জাদরান। আসরে আফগানিস্তানের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া রয়েছে। গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি। আফগানিস্তান স্কোয়াড- হাশমতউল্লাহ শহীদ (অধিনায়ক), রহমত শাহ্ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহীম জাদরান, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিন খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, নূর আহমেদ, ফজল হক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।