1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে হত্যার চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

রাজু আহম্মেদ তাইজুল :
শনিবার(২২ নভেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা ঘটনার পরই আহত হারিছুর রহমান শিপলুকে আশংকাজনক অবস্থায় গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক হারিছুর রহমান শিপলু বাসন থানায় ৩ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখিত অভিযুক্তরা হলেন- ১। মোঃ জাহাঙ্গীর আলম(৫৫),পিতা-সৈয়দ আলী শেখ ২। মোঃ আরিয়ান হোসেন(২৫),৩। মোঃ শাকিব ইসলাম,উভয় পিতা মোঃ জাহাঙ্গীর আলম সাং-কলেজপাড়া,থানা-বাসন,গাজীপুর মহানগর।

অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় কিছু সংখ্যক লেবার দিয়ে বৈধ গ্যাস লাইনের জন্য সাংবাদিক শিপলু তার নিজ বসতবাড়ির দক্ষিণ পাশে রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় মাটি গর্ত করতে ছিল। এ সময় অভিযুক্তরা হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লেবারদের কে এলপাথারি মারপিট করতে শুরু করে।এরপর লেবারদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এসময় বাঁধা প্রদান করিলে,অভিযুক্তরা সাংবাদিক শিপলুকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।গালাগালি করতে নিষেধ করলে সাংবাদিক শিপলুকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলপাথারি মারপিট শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত আসামী জাহাঙ্গীর আলমের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক শিপলুর মাথায় গুরুতর জখম করে।এরপর অভিযুক্ত ২নং আসামী আরিয়ান(২৫) হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও ৩নং আসামী শাকিব(৩০) পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়,এসময় শিপলু চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

সাংবাদিক হারিছুর রহমান শিপলু জাতীয় দৈনিক সংবাদ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির এবং জাতীয় সাংবাদিক সংস্থার(গাজীপুর জেলা কমিটি) সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিন খান বলেন,অভিযোগ পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।পরবর্তী আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD