কাজী আশরাফুল আলম
টঙ্গী প্রতিনিধি:
টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১লা ডিসেম্বর) টঙ্গী রিপোর্টার্স ক্লাব, দেওরা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ সোহেল সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।মোহাম্মদ নজরুল,
মোঃ আব্দুল হাই,মোঃ অহিদ,
মোহাম্মদ ওসমান,মোহাম্মদ রাশেদ,
মোহাম্মদ মাসুদ,মোহাম্মদ বাবু প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সমর্থন জানান। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।