1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা এমদাদের চাঁদাবাজিতে অস্থির কাপ্তান বাজার মুরগীর মার্কেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

 

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর দক্ষিণের ৩৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারীর বিরুদ্ধে কাপ্তান বাজার মুরগী মার্কেটের বৈধ ইজারাদার প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডকে রাজস্ব আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। ১৯নভেম্বর-২০২৫ তারিখে ঢাকা প্যাসিফিক লিমিটেডকে রাজস্ব আদায়ের কার্যাদেশ প্রদান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। প্রতিষ্ঠানটি রাজস্ব আদায় করতে গেলে স্থানীয় বিএনপি’র এই নেতা তার বাহিনীর সদস্যদের নিয়ে রাজস্ব আদায়ে বাঁধা প্রদান করে এবং এবং বাজারের একটি অংশের রাজস্ব নিজেরা আদায় করেন।

রাজনৈতিক প্রভাব বিস্তার করে টানা তিন দিন মুরগি বেচাকেনা বন্ধ করে রাখেন। এতে বাজারে মুরগির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে মুরগীর দাম বেড়ে যায় এবং সরকার মোটা অংকের রাজস্ব হারায়।

সুত্র জানায়, কাপ্তান বাজার পোল্ট্রি মুরগী মার্কেটের একটি অংশ ফুটপাত দাবি করে বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ দখলে রেখেছেন এমদাদ বাহিনী। এমদাদ তার বাহিনীর সদস্যদের নিয়ে প্রতিরাতেই মুরগী ব্যবসায়িদের ভয়ভীতি দেখিয়ে বাজারের এই অংশের রাজস্ব আদায় করে আসছেন। বাজারের ওই অংশে বৈধ ইজারাদারকে রাজস্ব আদায় করতে দিচ্ছেনা। এতে সরকার ও ইজারাদার রাজস্ব হারাচ্ছে। এমন কি বর্তমান বৈধ ইজারাদারকে প্রাণনাশের হুমকি দিয়ে বাজারে ঢুকতে দিচ্ছেন না।

স্থানীয়রা জানায়, রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে একটি চক্র বিগত প্রায় ১ বছরের বেশী সময় এই পোল্ট্রি মার্কেটের রাজস্ব আদায় করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নির্ধারিত নিয়মে পরিশোধ না করে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়েছেন । এতে সিটি কর্পোরেশন চক্রটির কাছে কয়েক কোটি টাকা পাওনা হয়ে যায়। ফলে সিটি কর্পোরেশন কর্তৃক ২৯ নভেম্বর-২০২৫ তারিখের আহ্বানকৃত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়ে ইজারার আদায়ের কার্যাদেশ গ্রহন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্কেটের নতুন ইজারাদার নিয়োগের বিষয়টি মাইকিং করে সকলকে জানিয়ে দেন। কিন্তু পূর্বের বকেয়া ইজারাদার, স্থানীয় চাঁদাবাজদের সাথে সিন্ডিকেট করে বর্তমান ইজারাদার যাতে রাজস্ব আদায় করতে না পারে সেজন্য পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির মাধ্যমে টানা তিন দিন মুরগী বেচাকেনা বন্ধ করে রাখেন। পাশাপাশি নতুন ইজারাদারকে প্রাননাশের হুমকি দেন।

এবিষয়ে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মুরগি বেচাকেনায় বাধা সৃষ্টির কথা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমরা ইজারাদারদের জন্য বেচাকেনা বন্ধ রেখেছি। তারা একজোট হলে আমরা সঙ্গে সঙ্গেই বেচাকেনা শুরু করে দেব।

খোঁজ নিয়ে আরও জানা যায়, বিএনপি’র ওয়ার্ড নেতা এমদাদ পাটোয়ারী দলীয় এক প্রভাবশালী নেতার সেল্টারে, ব্যবসায়িক সমিতির সভাপতি ও সেক্রেটারির যোগসাজসে পোল্ট্রি মার্কেট বন্ধ করে রেখে ছিলেন। চাহিদা মাফিক চাঁদা না দিলে তারা নতুন ইজারাদারের উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে ইজারা আদায়ের কার্যক্রম আবারো বন্ধ করে দিবেন। যেন জোড় যার মুল্লক তার। এই কারণে এমদাদ গ্রুপ বাজারের একটি অংশের রাজস্ব নিজেরাই আদায় করে নিচ্ছেন।

এদিকে সকল বিধি-নিয়ম মেনে দরপত্র আহবানের পর সিটি কর্পোরেশন কর্তৃক ইজারাদার নিয়োগ দেওয়ার প্রমাণ মিলেছে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাইকিংয়ের মাধ্যমে। ঢাকা প্যাসিফিক লিমিটেডকে ইজারা আদায়ের কার্যাদেশ প্রদানের সাথে সাথেই মাইকিং করে নতুন ইজারাদার কর্তৃক রাজস্ব আদায়ের বিষয়ে ঘোষণা দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পোল্ট্রি মার্কেটের ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন বলেন, সকল নিয়ম-কানুন মেনে দরপত্রে অংশ নিয়ে ইজারা পেয়েছি। কিন্তু একটি চক্র রাজনৈতিক দলীয় পরিচয় দিয়ে আমাকে রাজস্ব আদায়ে বাঁধা সৃষ্টি করছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ৩৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী রাজস্ব আদায়ের কথা অস্বীকার করে বলেন, সিটি কর্পোরেশন যেখানে ইজারা দিয়েছে এখানে তারাই টাকা কালেকশন করবে। কিন্তু তারা আমাদের বাড়ির সামনে এসে ইজারা আদায়ের চেষ্টা করছে এটা কি ঠিক। আমি এগুলো উচ্ছেদের চেষ্টা করতেছি। এগুলো নিয়েই মহল্লার পোলাপানের সাথে গেঞ্জাম চলতেছে। আমি এসবের মধ্যে নেই।

এবিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। বিস্তারিত আসছে ২য় পর্বের প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD