মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বনকর্মীরা প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে উক্ত শামুক ও ঝিনুক জব্দ করা হয়। এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারীরা আটটি বস্তা বন্দি অবস্থায় উক্ত শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়। পরবর্তীতে বুধবার সকালে বনকর্মীরা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হক জানান, শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈজিত্রের অংশ। তা ছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী জীব-জন্তুর তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিছু চোরাকারবারী এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে পাচারকালে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে।
অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। বুধবার সকালে শামুক ও ঝিনুক গুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।