: সাংবাদিকের কাজ মানুষের জীবনের জন্য জরুরি। মানুষের ভালো থাকার জন্য যা তাদের জানা-বোঝা দরকার, জানানো দরকার – সেসব ঘটনা বিষয় গুলোর সত্য খোঁজা এবং যথাযথ তুলে ধরাই সংবাদমাধ্যমের কাজ। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সত্য খোঁজা এবং প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের রয়েছে। সাংবাদিকতা পেশা অন্যান্য পেশা থেকে আলাদা হলেও এই সমাজ ও দেশের প্রেক্ষাপট বিবেচনায় খুব বেশি বিচ্ছিন্ন কিছু নয়। সংবাদপত্রের স্বাধীনতা,সাংবাদিকতার স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীতলতা ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃত বাস্তবতার আলোকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যম প্রথম ও প্রধান দায়িত্ব। সমাজের তথ্য জনগণের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। একটি নিউজ লেখার সময় সাংবাদিকদের খেয়াল রাখতে হবে, সকল স্তরের মানুষের ভালো মন্দ, লাভ – ক্ষতির কথা চিন্তা করতে হবে। সমাজের মূল্যবোধ, পাঠকের গ্রহণযোগ্যতা এবং প্রকাশিতব্য ঘটনার সম্ভব্য প্রতিক্রিয়া ও পরিণতির কথা মনে রেখে সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যমে অনেক সংবাদ তো আসে,আসবে সংবাদ পাওয়ার সাথে সাথে সেটাই ছাপিয়ে দিলাম বা প্রচার করে দিলাম তা ঠিক নয়।আবার অনেক সময় সাংবাদিকরা তাদের রিপোর্টে বলেন টেলিফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।আমার মতে এটাও ঠিক নয়। পূর্ণাঙ্গ রিপোর্ট লেখতে হলে ১ বার ২ বার নয়,দরকার হলে একাধিক বার চেষ্টা করতে হবে। শত চেষ্টা করেও তাকে পাওয়া না গেলে পাঠকে নিশ্চিত করতে হবে যে শত চেষ্টা করার পরও তাকে পাওয়া যায়নি।কোনো দুনীতি বা কোনো ব্যাকির বিরুদ্ধে আর্থিক বা অন্য কোনো অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করার ক্ষেএে রিপোর্টারকে ঘটনার সত্যতা বিষয় নিশ্চিত করতে হবে। এবং তথ্য প্রমাণ সংগ্রহে রাখতে হবে। সমাজের নৈতিক মূল্যাবোধের অধ:পতন তুলে ধরা গণমাধ্যম কর্মীদের প্রধান দ্বায়িত্ব।সংবাদ পরিবেশনায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল কোন তথ্য ছাপা হলে সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেওয়া উচিৎ। সংবাদক্ষেএেকে রাষ্ট্র ও সমাজের তথ্য জনগণের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। সাংবাদিককে সকল স্তরের মানুষের ভালো – মন্দের, লাভ- ক্ষতির চিন্তা করে সংবাদ লিখতে হবে। কোনো সংবাদে কারও বিরুদ্ধে মিথ্যা বা বানোয়াট মন্তব্য বা অভিযোগ লিখে থাকলে তা সাথে সাথে সংবাদপএের সংশ্লিষ্ট পাতায় তাকে তার প্রতিবাদ করার সুযোগ দিতে হবে। এই লেখাটি লিখেছেন, মো: মন্জুর হোসেন চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি। উপদেষ্টা মন্ডলীর সদস্য সাপ্তাহিক মুক্তির চেতনায় বাংলাদেশ পএিকা।