–
হোসনে আরা হীরা (স্টাফ রিপোর্টার)
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপিতে বিশাল দোয়া মাহফিল
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
জনাব আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক
জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
জনাব মো. জহির হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, কেন্দ্রীয় কমিটি
জনাব মুকুল সরকার, যুগ্ম-আহ্বায়ক, উত্তরা পূর্ব থানা বিএনপি
বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম
দেখা যায়।বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলো। আয়োজকদের দাবি, প্রায় অসংখ্য লোক এতে অংশ নেন, যা বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও সংহতির প্রতিফলন। মাহফিলে আগত সর্বস্তরের নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, গণতন্ত্রের মা বর্তমানে জীবনের ক্রান্তিলগ্নে রয়েছেন। এই সঙ্কটময় মুহূর্তে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের স্বার্থে তার সুস্থ হয়ে ওঠা একান্ত প্রয়োজন।