মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের কুঞ্চির খাল থেকে আট জনকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার রাতে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হতের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে চারটি নৌকা সহ প্রায় একশ কেজি জোমড়া শামুক উদ্ধার করা হয়। এ ঘটনায় কোবাদক স্টেশন অফিসার আনিছুর রহমান বাদি হয়ে বন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে।
আটককৃতরা হলো, খুলনা জেলার কয়রার ওয়াজেদ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪০), মৃত হাজির উদ্দীন সানার ছেলে খলিল সানা (৫৯), আবু তালেব গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মৃত ছফেদ আলীর ছেলে আবু সাইদ (৫৫), মৃত আরশাদ গাজীর ছেলে আব্দুল গফ্ফার (৫১), মৃত ছবেদ আলীর ছেলে দেলবর গাজী (৫৭), মৃত আবু বক্কার গাজীর ছেলে গোলাম মোস্তফা (৩৪) ও সামছুর সানার ছেলে মাসুম বিল্লাহ (৩৩)।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হক জানান সুন্দরবনের জীব ও প্রাণ-বৈচিত্র রক্ষায় কাজ করছে বন বিভাগ। তবে এক শ্রেণীর দুস্কৃতিকারী আর্থিক ভাবে লাভবান হতে অভয়ারণ্যে যেয়ে মাছ কাঁকড়া শিকারের পাশা পাশি জোমড়া ও শামুক এবং ঝিনুক কুড়িয়ে পাচার করছে। আগের দিন প্রায় ১৬শ কেজি শামুক,ঝিনুক ও জোমড়া সহ একটি নৌকা আটক করা হয়। একই ভাবে গত রাতে জোমড়া ও শামুক কুড়ানোর সময়ে হাতে নাতে আট জনকে আটক করা হয়। বন আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। জোমড়া,শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্য চক্রে শৃঙ্খলা রক্ষায় খুবই গুরুত্বপুর্ন ভুমিকা রাখায় সেগুলো কুড়ানো ও পাচারের ক্ষেত্রে স্পষ্ট বিধি নিষেধ রয়েছে। এসব শামুক,ঝিনুক এবং জোমড়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে সুপ তৈরীর কাজে ব্যবহারের দরুন সাম্প্রতিক সময়ে পাচার হচ্