শাহীন মির্জা :
বিজয় দিবস উপলক্ষে উত্তরায় ‘জুলাই রেভেলস’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মোটর র্যালির আয়োজন করা হয়। মহান বিজয়ের মাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিজয়ের উল্লাস ভাগ করে নিতে এই র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে র্যালির সূচনা হয় আব্দুল্লাহপুর থেকে। ‘জুলাই রেভেলস’-এর প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল আরোহী এই র্যালিতে অংশ নেন। বিজয়ের প্রতীক লাল-সবুজের পতাকা হাতে, উল্লাসধ্বনি দিয়ে তারা পুরো উত্তরা প্রদক্ষিণ করেন।
র্যালির রুট ছিল বেশ দীর্ঘ ও সুপরিকল্পিত। আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে মোটরসাইকেলগুলো এয়ারপোর্ট রোড ধরে এগিয়ে যায়। এরপর উত্তরা ৭, ১১ ও ১২ নম্বর সেক্টর ঘুরে ময়লার মোড় হয়ে হাউজবিল্ডিং এলাকায় প্রবেশ করে। অবশেষে রাজউক কলেজের সামনে এসে র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অংশগ্রহণকারীরা জানান, বিজয়ের মাসে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করবে। র্যালিতে আগত দর্শনার্থীরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।