কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর
দিন দিন গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিনতাই, চুরি ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে টঙ্গী বাজার, বাটা গেইট, স্টেশন রোড, চেরাগ আলী ও এরশাদ নগর (বাস্তুহারা) এলাকায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা। কোথাও ছিনতাই, কোথাও ছুরিকাঘাত, আবার কোথাও ঘটছে খুন—সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর এসব এলাকায় চলাচল করা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পথচারীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা যেন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে বাধা দিতে গেলে ছিনতাইকারীদের হাতে গুরুতরভাবে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
বিশেষ করে চেরাগ আলী ও স্টেশন রোড এলাকায় রাতের বেলায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। অন্যদিকে বস্তিঘেরা এরশাদ নগর এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দাপটে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি কয়েকটি খুনের ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতঙ্ক আরও বেড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,
“প্রতিদিন দোকান বন্ধ করে বাসায় ফিরতে ভয় লাগে। পুলিশ টহল থাকলেও তা পর্যাপ্ত নয়। আমরা চাই স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তবে এর প্রভাব খুব একটা চোখে পড়ছে না।
সাধারণ মানুষের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মহলের আরও সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।
–