1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

View দিয়ে সেরা হিসেব করলে, হিরো আলম, রবীন্দ্র নাথের চেয়ে সেরা ব্যক্তি। আইনষ্টাইনের চেয়ে গুরুত্বপূর্ন হলো সানি লিওনের নগ্ন পা।

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

অশ্রাব্য গালাগালি করে, সেফুদা এখন সমাজের আইকন। খালি গয়ে ডিগবাজী খেয়ে জায়েদ খান,বড় হিরো। সিদ্দিক চোর ভাইরাল হবার জোড়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি।
জনপ্রিয় টিকটকাররা হলো টীনেজদের ক্রেজ আর সেলিব্রেটি।

আসলে, আমরা কেউ এই সত্যটা স্বীকার করি না যে, একটি সৃজনশীল ব্যক্তি বা ব্যক্তিত্বের ওজন বা মান মাপার যোগ্যতা অনেকেরই নেই। আমরা চলি, ও বলি, পঁচে যাওয়া সমাজের রুচির দূর্ভিক্ষের আর সস্তা জনপ্রিয়তার অংক দেখে।

এ জন্য জনপ্রিয় হুমায়ূন আহমেদকেও বড় চলচ্ছিত্রকার ধরা হয় আমাদের সমাজে, অথচ, তিনি সিনেমার নামে যা বানিয়েছেন সব বড় বড় নাটক। একটাও চলচ্চিত্র হয় নি।

প্রচার যন্ত্র অনেক সময় পলিটিজালি বায়াসড হয়ে অনেককে বড় করে দেখায় সাময়িক৷ কবি শামসুর রহমান এর চেয়ে শত গুন শক্তিমান কবি বাংলা সাহিত্যে আছে। কিন্তু, মেধাবী গবেষনা ছাড়া সেটা আবিষ্কার সম্ভব নয়। সাধারন মানুষ “প্রচার” ও জনপ্রুয়তাকে ভগবান মনে করে। আসলে, শেষ পর্যন্ত মাহাকালর মঞ্চে টিকে থাকে মানসম্মত সৃষ্টিটিই৷

বহু জনপ্রিয় সৃষ্টি হাইপ তুলে দু বছর পর হারিয়ে যায়। আমি, সেটিকেই শক্তিমান সৃষ্টি বলি, যেটি কালের গর্ভে বিলীন হয় না। থেকে যায় হৃদয়ে হৃদেয়।

কোনো গানকে ভিউ দিয়ে সেরা নির্বাচনের এই “মূর্খ প্রক্রিয়া” বন্ধ হওয়া উচিৎ৷

“সেরা গান” নির্বাচিত হতে হলে,
দেখতে হবে, ছন্দ, উপমা, শব্দচয়নের মাধূর্য্য, বিষয়,কতোটা হৃদয়স্পর্ষী তুলনা, অনুপ্রাসের কাজ, আর সুর ও কন্ঠের মুন্সিয়ানা!

ঠিক একই ভাবে, সেরা কবি, সেরা আবৃত্তিশিল্পী, সেরা ভিডিও সম্পাদক, সেরা ছড়াকার, সেরা উপস্থাপক, এমনই সব কিছু মাপার জন্য গভীর জ্ঞান প্রয়োজন আলাদা আলাদা ভাবে৷

অন্ধ,মূর্খদের সেরা মাপার যন্ত্র হলো, ভিউ, জনপ্রিয়তা, লাইক,কমেন্ট এসব!

অনেকে বলবেন, আমি জনপ্রিয় গীতিকার হবার যোগ্যতা রাখি না বলে, এসব এভাবে বলছি৷
আমি যখন গীতিকার হিসেবে “শিশু গীতিকার” ছিলাম, আজ থেকে বিশ বছর পূর্বে৷ তখন, আমার টার্গেট ছিলো জনপ্রিয় গান রচনা করা, সুর করা।আমার লেখা বিপ্লবের ইস্কা টেক্কা, মাইলসের পথিক সহ বহূ গান পৃথিবীর ৯০ জন বাঙালির কানে পৌঁছেছে।
এখন বুঝি, জনপ্রিয়তা আর মানসম্মত অমর সৃষ্টি এক কথা নয়। তাই, আমি জনপ্রিয় হতে চাই না।
আমি হতে চাই মূল্যবান হীরা ও মানসম্মত। শুধু গীতিকার হিসেবে নয়। আমার বিশটি সৃজনশীল স্বত্বাতেই “মান”ই আমার মানদন্ড৷

একজন সত্যিকারের মহান গীতিকার কবির রচনার উদ্দেশ্য হবে মানব কল্যান, প্রেমের প্রচার, অমরত্ব ও হৃদয়ের জয়োগান। এটা যারা পারবে, আমার চোখে তারাই সেরা। ভিউ যদি পাঁচজনও হয়, Thats not a fact!

দুনিয়ায় হীরক দানা কম থাকে৷ বালির সংখ্যা বেশী থাকে। সংখ্যা দিয়ে তাই মূল্য নির্বাচন অর্বাচিনের কাজ।
সকল গনমাধ্যমের উচিৎ, শুধুমাত্র জনপ্রিয়তার দাসত্ব না করে, মানসম্মত জিনিসগুলোকে বেশী বেশী তুলে ধরা, ভুলে গেলে, চলবে না, সমাজের মানুষের রুচি গঠনে গনমাধ্যম অসম্ভব দায়িত্বশীল গুরুত্বপূর্ন স্থান!

প্রবন্ধ_ ভিউ দিয়ে সেরা নির্বাচন ও জাতির রুচি গঠনে গনমাধ্যমের জন্য গাইডলাইন_
The Abdullah Al masum.
আনবিক সৃজনশীল গনমাধ্যম ব্যক্তিত্ব
জাতীয় মনস্তাত্বিক উন্নয়ন কর্মী!
www.abdullahalmasum.com
+8801772033940

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD