1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বিজিবি

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২২ Time View
সংগ্রহীত

রাজধানীতে নিরাপত্তা বলয় ও জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় বিজিবি।
সীমান্তের মতো রাজধানীতেও নিরাপদ রাখতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নজরুল ইসলাম, তিনি বলেন-
সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চাল্লাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নিতি হবে বলে আশা করছি।
এদিকে বিজিবির সঙ্গে মাঠে আছেন পুলিশের সদস্যরাও। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মোঃ তারেখ জুবায়ের। তিনি বলেন- পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর একসঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাএায় নিয়ে আসা। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের ম্যাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা।ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।
নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সবার যৌথ উদ্যোগে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্তিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD