নিজস্ব প্রতিবেদক:
সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন! নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আলী আসরাফ ভূইয়া শাওন–এর অস্ত্র হাতে তোলা ছবি ভাইরাল হয়েছে। সঙ্গে প্রকাশিত হয়েছে আরও ভয়ংকর সব অভিযোগ—মাদক ব্যবসার অর্থপাচার, চাঁদাবাজি, হামলার নির্দেশনা এবং বিদেশ থেকে অপরাধচক্র পরিচালনা!
পোস্টগুলোতে দাবি করা হয়েছে—শাওন অতীতে ৬১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং এখন বিদেশে বসে তার নেটওয়ার্কে পরিচালনা করেন। ইউরো–ডলারের বান্ডিলসহ একাধিক ছবি তার “অবৈধ অর্থনৈতিক সংযোগের” ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে অভিযোগকারীরা।
“অস্ত্র হাতে শাওন” লেখা ছবিটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা বলেন—এই ছবি তার পূর্বের সশস্ত্র কর্মকাণ্ডের প্রতিচ্ছবি।
“আমরা যাত্রাবাড়ী কাজলা পরিবার” নামের ফেসবুক গ্রুপ দাবি করেছে—এই ধরনের অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ও বিচার করা জরুরি।