মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (জিয়া) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৮ ডিসেম্বর (সোমবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করেন কেন্দ্রীয় যুবদল। পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে তিনি পুনরায় তার স্ব স্ব পদে বহাল হয়েছেন এবং প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মো. জিয়াউর রহমান (জিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সাথে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।