মোঃ ফেরদৌস মোল্লাহ্
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর ভান্ডারিয়ায় আজ ১০ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর উদ্যোগে র্যালি ও পথসভা করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন হিট ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব মোঃ বাদশা জোমাদ্দার, উপদেষ্টা মোঃ তারেক আলামিন, সমাজ সেবক ওমর শহিদুল ইসলাম,
ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আহসানুল হক পিয়াস, হাফেজ ক্বারী মিজানুর রহমান সহ অন্যান্য সদস্য গন। দোয়া পরিচালনা করেন মুফতী ফজলে রাব্বি, ইমাম ও খতিব দক্ষিন ভান্ডারিয়া কেন্দ্রীয় জামে মাসজিদ।
জাতি, ধর্ম- বর্ণ, দলমত নির্বিশেষে সকল স্তরের মানবাধিকার বাস্তবায়ন এর জানান দিয়ে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠান শুরু করেন।
এসময় বাংলাদেশে মানবাধিকার মন্ত্রণালয়ের দাবী জানান তারা। সরকার যদি মানবাধিকার কর্মীদের সহযোগিতা করেন তবে তারা পরিপূর্ণ ভাবে কাজ পরিচালনা করতে পারবেন বলে ধারনা করেন।
বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে মানবাধিকার লঙ্গন, অপরাধ বন্ধের জন্য দেশের শাসন ব্যবস্থা কঠোর করার দাবি জানান। মানবাধিকার কর্মীদের কাজে সরকারকে সহোযোগিতার আহবান জানান।
এছাড়াও আরো বলেন, ভান্ডারিয়ায় কোথায় মানবাধিকার লঙ্গন হলে তারা সেখানে মানবাধিকার বাস্তবায়ন এর জন্য এগিয়ে যাবেন। অসহায় ও দারিদ্র্য মানুষের পাশে দাড়াবেন। সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখবেন।
আলহাজ্ব মোঃ বাদশা জোমাদ্দার এর সভাপতিত্বে দিবসটি পালনের প্রথম পর্ব শেষ হয় এবং দ্বিতীয় পর্ব আলোচনা সভা আজ সন্ধ্যা ৬:১০ ঘটিকায় ভান্ডারিয়া অফিস কার্যলয় অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয়া হয়।