1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে জাগো নারী ফাউন্ডেশনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

সাঈদ চৌধুরী:
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে রাজধানীর রুপনগরস্থ কার্যালয়ে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন তেলওয়াত ও সংগঠনের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত ফেরদৌস আরার স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত সভায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন আমেরকিা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নূর-উন-নাহার মেরী। সভায় আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন, পরিচালক (সমাজকল্যাণ) ইলা বিশ্বাস, এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পৃষ্ঠপোষক সৈয়দ আকতার পারভেজ, যুগ্ন-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য রোকসানা বেগম, শিউলি বেগম, রিনা বেগম, নুসরাত জান্নাত, উম্মে সালমা, ইয়াসমিন আক্তার, ইয়াসমিন আক্তার, রিক্তা আক্তার ও জেনিফার ইসলাম খান প্রমূখ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন কবি নূর-উন-নাহার মেরী বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত নারী জাগরনের অগ্রদূত, তিনি সব সময় নারী শিক্ষা, অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবমুক্তির যে আলো তিনি জ্বালিয়েছেন, তা আজও পথ দেখায়। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে তার সংগ্রাম নারীর অধিকার আন্দোলনের ভিত্তিকে শক্তিশালী করেছে। বেগম রোকেয়া শুধু একজন পথিকৃত নন তিনি আমাদের ধারাবাহিক মুক্তি ও প্রগতির চিরজাগ্রত আলোকবর্তিকা। বেগম রোকেয়ার আদর্শ অনুসরন করে জাগো নারী ফাউন্ডেশন এগিয়ে যাবে দেশের সর্বস্তরের নারী সমাজের কাছে সেই প্রত্যাশা রইলো। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য যে, বেগম রোকেয়া দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দুই পাতার স্মারকিকা (ঝড়াঁবহরৎ) বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD