কাজী আশরাফুল আলম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মুঞ্জুরুল করীম রনির পক্ষে টঙ্গীতে নির্বাচনী প্রাক-প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা মধুমিতা রোডের পাশে টঙ্গী কনভেনশন হলে এ সভা আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদারসহ গাজীপুর–২ আসনের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “এক সময় গাজীপুরে ছয়টি আসন ঘোষণা হলে টঙ্গী পূর্ব পশ্চিম গাছা মোবাইলের একাংশ নিয়ে ৬ আসন গঠিত হলে আমরা প্রার্থিতা ঘোষণা করে ধানের শীষ মার্কা নিয়ে ভোট চেয়েছি। আমরা বলেছি দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ধানের শীষ মার্কা নিয়ে কাজ করে যাব।পড়ে ৬ আসন বিলুপ্ত ঘোষণা করলে সবাই দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এ মনজুরুল করিম রনি র পক্ষে কাজ করেছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।” তারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের পূর্ণ আস্থা রয়েছে। সেই আস্থার ভিত্তিতে যেকোনো মূল্যে গাজীপুর–২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভা থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয় এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।