শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বাঙালি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। এই বিজয় অর্জিত হয়েছিল বাঙালির অকুতোভয় বীরদের প্রাণের বিনিময়ে। সেই সকল জীবন উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ খুলনার গল্লামারীস্থ বধ্যভূমিতে রেডিও এ্যানাউন্সার’স ক্লাব (RANC), খুলনার ঘোষক/ঘোষিকাগণ ১৬ ডিসেম্বর সকাল সাতটায়। গল্লামারীর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের সকল উন্নয়নে আপোষহীন কণ্ঠস্বরে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করে RANC খুলনা। এসময় উপস্থিত ছিলেন RANC এর সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল কুবরা, প্রচার সম্পাদক মো. শিবলী সাঈদ, কার্যনির্বাহী সদস্য পীযুষ চন্দ্র গোমস্তা, উপদেষ্টা শেখ আকবর হোসেন ও শেখ আসাদুজ্জামান মিথুন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।