কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর
টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর কামারপাড়া রোডের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আরিফ হাওলাদার, হান্নান মিয়া, হান্নু, শহিদুল ইসলাম কিরণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি সফল করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রস্তুতি সভা থেকে আসন্ন কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।