হোসনে আরা হীরা (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
তারেক রহমানের আগমণকে স্মরণীয় করে রাখতে এবং নেতাকর্মীদের চাঙা করতে ঢাকা-১৮ নির্বাচনী এলাকায় বিশেষ ‘অভ্যর্থনা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। আজ (২৪/১২/২০২৫ ) আয়োজিত এক প্রস্তুতি সভায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমণ মানেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের সূচনা। আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই প্রভাবশালী নেতার পক্ষ থেকে সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নির্বাচনী এলাকা। অভ্যর্থনা কেন্দ্রগুলোতে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এবং তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার খবরটি বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন প্রাণের সঞ্চার করেছে। ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে চলছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম।