মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে ৫০ বোতল মদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.মুনতাসির ইবনে মহসীন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাত আনুমানিক ৩টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগর থানাধীন চুনকুরি খাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার সন্দেহ জনক স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার মো.মুনতাসির ইবনে মহসীন আরও বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত ভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।