মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। শনিবার (২৭ডিসেম্বর) সকালে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের উপস্থিত দলীয় এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক আলিমুর রহমান, জেলা কমিটির সদস্য সচিব আদম আলী, সাতক্ষীরা সদর উপজেলা আহবায়ক মাওলানা আজিজুর রহমান, অধ্যাপক নাজমুস সাদাৎ, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ তথ্য নিশ্চিত করেছেন- সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার। তিনি জানান, জেলায় প্রথম সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইস