1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

 

রবিউল আলম রাজু :

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম এইচ খান মঞ্জুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে গোপালগঞ্জ জেলা নির্বাচন কমিশন।
মঙ্গলবার যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কমিশনার এম এইচ খান মঞ্জুর দাখিলকৃত মনোনয়নপত্র আইনানুগ ও ত্রুটিমুক্ত হিসেবে ঘোষণা করেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইলো না তার জন্য।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রার্থীর কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা বিধিবহির্ভূত বিষয় না পাওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে এম এইচ খান মঞ্জুর সমর্থক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি নির্বাচিত হলে গোপালগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় এম এইচ খান মঞ্জু বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জয়ী হতে চাই। গোপালগঞ্জ-২ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, গোপালগঞ্জ-২ আসনকে কেন্দ্র করে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD