স্টাফ রিপোর্টার : রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে – ওই দোকান থেকে নগদ টাকা, সোনা ও রুপাসহ আনুমানিক প্রায় পৌঁনে দুই কোটি টাকার মালামাল কৌশলে নিয়ে যায় চোর চক্রের সদস্য ও দুর্বৃত্তরা।
এঘটনার সাথে জড়িত কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে পুলিশ বলছে, চুরি কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধারে
আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।
গতকাল রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ৩টা ২১ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্বর্ণের দোকানের মালিক মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আজ সোমবার সকাল দশটায় দোকান খোলার সময় দেখি কেচি গেটের সাঁটারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর এবং সিন্দুকসহ সকল স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর দলের সদস্যরা। এখন পর্যন্ত আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬ শত ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লক্ষ টাকা নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভিতরে ঢুকে গ্লাস ভেঙ্গে এবং সিন্দুক সহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষন ভিতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।
আজ সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ৩টা ২১ মিনিটে চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে দোকান থেকে দ্রুত বের হয়ে যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।