নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫). মো. জলিল (৫২) , মো. ইকবাল (৪৬) , মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো, হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছা. কামরুন্নাহার (৫২)।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি ও রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (৭ জানুয়ারি,২০২৬) রূপনগর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত একজন নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ঢাকার বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি ও সংশ্লিষ্ট থানা পুলিশ আরো বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।