1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন, জানালেন আবার আসবেন

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪১ Time View
ছবি- সংগৃহীত

হামজা দেওয়ান চৌধুরী, সিলেটে পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচ জুরে আলো কেরেছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন এবার ইংল্যান্ডে। এক ফ্লাইটে সকাল ১০ টা ৪০ মিনিটে আজ বাংলাদেশ ছেড়েছেন তিনি হামজাকে আবারো লাল-সবুজের জার্সিতে নিশ্চয়ই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সমর্থকরা আবার বাংলাদেশে আসবেন কবে হামজা। আগামী দুই মাসে অবশ্য বাংলাদেশের কোনো ম্যাচ নেই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটি খেলার জন্য আবারো আসবেন এই মিডফিল্ডার। বাংলাদেশের আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হামজাও। যাওয়ার আগে ভিডিও বার্তায় বললেন,ধন্যবাদ আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনাদের (সমর্থন) আমার কাছে কতটা অর্থবহ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

জুনে ফেরার কথা জানিয়ে বললেন, ইনশাআল্লাহ আমি জুনে ফিরব। আমার সুস্বাস্থ্য এবং ফিরে আসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, জুনে আবার দুটি বড় ম্যাচে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। গত ১৭ মার্চ মা-বাবা,স্ত্রী-সন্তান ও ভাইসহ মোট নয় সফরসঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা। শিলংয়ে হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছা্ই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি” গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-জামালরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD