ঢাকাস্থ মুগদা বাসা থেকে (গত বুধবার/ ৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা করে গুলিস্তান মোড়ে পৌছে ফুটপাতের পাশে দাঁড়িয়ে জানাজাস্থলে যাওয়ার জন্য বাহনের অপেক্ষায় থাকাকালীন কোনোকিছু বুঝে ওঠার পূর্বে উল্টো দিক হতে উৎসব পরিবহনের বাস নং ঢাকা মেট্রো-ব ১৫-৬৬০৯ দ্রুত ও বেপরোয়া গতিতে মতিউর রহমান এর বাম পায়ের উপর দিয়ে চালিয়ে যায়।
উপস্থিত যাত্রী সাধনার ও উতসুক জনতা দৈনিক রুদ্র বাংলা পত্রিকার সম্পাদক মতিউর রহমান কে চিনে উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে সনাক্ত করে। সম্পাদক মতিউর রহমান কে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় জীবন বাঁচানোর লক্ষ্যে কর্তব্যরত চিকিৎসক তার আহত বাম পা অস্ত্রোপচার এর মাধ্যমে কেটে ফেলার পরামর্শ মোতাবেক ০৪ ঠা/ জানুয়ারী টেকনিকাল মিরপুর -১ এ বি আই এইচ এস জেনারেল হাসপাতালে ডা.আবু সাঈদ খান, সার্জারি বিভাগ এর তত্ত্বাবধানে অস্ত্রোপচার করে বাম পা এর হাটুর নিচের অংশ পৃথক করা হয়।
ভর্তি কেবিন সিট নং ৩০৭/১ এ নিবিড় পরিচর্যায় রয়েছেন। সম্পাদক মতিউর রহমান সকলের কাছে দোয়া প্রর্থনা করেছেন।