মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের নিউ মার্কেট চত্বরে আমরা বিএনপি পরিবার সাতক্ষীরা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন,সাতক্ষীরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ মো.আব্দুর রউফকে দল মনোনীত করেছে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু ও এড. তোজাম্মেল হোসেন তোজাম।
জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিলন শিকদার এবং এড. এস এম বায়েজিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী। অন্যদিকে,সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে পৌরসভার মধুমল্লারডাঙ্গী বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী মো.আব্দুর রউফ।
এতে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর এই ত্যাগ দল ও জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো.কামরুজ্জামান কামু এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু।
ওয়ার্ড বিএনপি নেতা মান্না মেহেদী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জিয়াউর রহমান মিশন,যুবনেতা কাজী মিরাজ,নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার,হারুন মল্লিক ও আব্দুল হামিদ সহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন,সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুল্লাহ।