স্টাফ রিপোর্টার : বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো রাজধানী ঢাকার গুলশানের রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল জাতীয়তাবাদী দলের (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
যদিও এর আগে বিভিন্ন স্থানে তাকে বুলেটপ্রুফ গাড়ি ও বাসে চলাচল করতে দেখা গেছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) বিকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
এর আগে তিনি নৌবাহিনীর সদর দপ্তরে মসজিদের আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর
বাসায় যান।
আজ শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। এরপর তিনি পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।
দলের শীর্ষ নেতারা সাংবাদিকদের জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন। কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম। তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।।