1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

জরুরি ভিত্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

আমি মাইনুল হক ভূঁইয়া
সম্পাদক তদন্ত রিপোর্ট
সাপ্তাহিক পত্রিকা তদন্ত রিপোর্ট প্রকাশ ও সম্পাদনা করে আসছি দীর্ঘ বছর ধরে।
আমি অসুস্থ হলে তদন্ত রিপোর্ট এর কার্যক্রম কিছু দিন বন্ধ ছিল।
হঠাৎ অনলাইনে দেখতে পাই জৈনেক মমিন আনসারী নামে সম্পাদক তদন্ত রিপোর্ট এর অনলাইনে প্রচার হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে পত্রিকার ম্যানেজিং এডিটর ডি এ পারভেজ সাহেব কে জানায় এবং থানায় একটি অভিযোগ ও সাধারণ ডাইরী ভুক্ত করি।
উল্লেখ্য যে মমিন আনসারী বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ দিয়ে তদন্ত রিপোর্ট এর কার্ড বিক্রি করে অর্থ আত্মসাৎ করে যাচ্ছে।
তাই আমি তদন্ত রিপোর্ট এর সম্পাদক মাইনুল হক ভূঁইয়া সংবাদ সম্মেলন করে সমস্ত কার্ড বাতিল করা হলো। যদি কোন ব্যক্তি তদন্ত রিপোর্ট এর কার্ড বা পরিচয় দিয়ে কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
আর মমিন আনসারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।
মাইনুল হক ভূঁইয়া
সম্পাদক তদন্ত রিপোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD