1. alam9168@gmail.com : Jahangir Alam : Jahangir Alam
  2. mdsharif.hussain7@gmail.com : https://moderntvbd.com/ : https://moderntvbd.com/
  3. sharif.patwary2025@gmail.com : sumi islam : sumi islam
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

 

বিশেষ সংবাদদাতা : স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব বলে মন্তব্য করে জাতীয়তাবাদী দলের (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।
সবাই মিলে কাজ করলে দেশটাকে বহুদূর এগিয়ে যাবে এবং এগিয়ে নেওয়া সহজও সম্ভব হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।

আজ শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। দেশের মানুষ প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা ৫ আগস্ট দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে বিএনপির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও শীর্ষ সিনিয়র নেতারা। এছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।

সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে জানিয়ে তিনি বলেন, সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব হবে।

মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ১৯৭১, ৯০ এবং ২০২৪ সালের ৫ আগস্টের অর্জন সামনে রেখে সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নেওয়া সহজ ও সম্ভব হবে।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আমরা নারীদের অন্তর্ভূক্ত করতে চাই। নিজের বলা ‘আই হ্যাভ এ প্ল্যানের’ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমার সেই প্ল্যানের (পরিকল্পনা) একটি বড় অংশ নারীদের নিয়ে।

এসময় সকলের উদ্দেশে তিনি বলেন, আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে। তাতে হয়ত অনেক বেগ আসবে। তবে গণতন্ত্র নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

নতুন প্রজন্মের তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়েছে, নতুন প্রজন্ম গাইডেন্স চাইছে, আশা দেখতে চাইছে। রাজনীতিবিদনের কাছে সবার অনেক প্রত্যাশা। সবটা পূরণ করা সম্ভব নয়। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মাথায় রেখে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে।

আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কী হতে পারে তা ৫ আগস্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমান গত ২৫ ডিসেম্বর, ২০২৫ সপরিবারে দেশে ফেরেন। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ১০ দিন পর শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © moderntvbd.com
Theme Customization By Sky Host BD