স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে উল্লেখ করেছেন, তাকে যেন মাননীয় শব্দ বলে সম্বোধন না করা হয়।
আজ শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) সকালে রাজধানীর বনানী শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে
অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।
এক সাংবাদিক নেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।
এসময় তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণ মন দেশেই ছিল।
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে,চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও শীর্ষ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন